শিরোনাম
শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পাবনায় জমি নিয়ে বিরোধে গোলাগুলি

পাবনা প্রতিনিধি

পাবনা শহরের রূপকথার গলিতে জমি নিয়ে বিরোধে গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বাগতম চাইনিজ রেস্টুরেন্টের মালিক ও পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক সাজ্জাদ হোসেন বাচ্চুকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, পাবনা শহরের রূপকথা রোডের মধুমিতা হোটেলের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে স্বাগতম রেস্টুরেন্টের মালিক সাজ্জাদ হোসেন বাচ্চু ও প্রয়াত আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী হাজী শরিফের মধ্যে। এরই জের ধরে সাজ্জাদ বাচ্চুর ছোড়া গুলিতে রূপকথা সিনেমা হল, রূপকথার কাব্য কফিশপসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগে হাজী শরিফ মারা গেলে ওই জায়গা বাচ্চু দখলে নিতে কৌশলের আশ্রয় নেন। সম্প্রতি ঝড়ে দোকান ক্ষতিগ্রস্ত হলে হাজী শরিফের পরিবার সেখানে নতুন স্থাপনা তৈরির উদ্যোগ নেয়। তখন থেকেই ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধের চেষ্টা করেন বাচ্চু। হাজী শরিফের স্বজনরা গতকাল সেখানে নির্মাণ কাজ শুরু করেন। এ সময় বন্দুক দিয়ে গুলি ছুড়তে শুরু করেন বাচ্চু। আতঙ্কে দিগি¦দিক ছোটাছুটি শুরু করেন নির্মাণ শ্রমিকসহ আশপাশের দোকানি ও পথচারীরা। স্থানীয় লোকজনের অভিযোগ, অতর্কিত গুলিবর্ষণের পর বিক্ষুব্ধ জনতা বাচ্চুকে ধাওয়া দেয়।

তখন তিনি স্বাগতম রেস্টুরেন্টে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়।

রূপকথা সিনেমা হলের মালিক সোহানী হোসেন বলেন, আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এ জন্য মামলা করা হবে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত বাচ্চুকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর