বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত

নাটোর প্রতিনিধি

অর্থের অভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে শাকিল হোসেনের (১৭)। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার দ্বারিকুশি গ্রামের কৃষি শ্রমিক বাবলু হোসেনের (৫৫) দ্বিতীয় ছেলে। বাবলুর তিন ছেলের মধ্যে বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে মাস্টার্সে পড়াশোনা করছেন। মেঝো ছেলে শাকিল হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ¯œাতক প্রথম বর্ষে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন। আর ছোট ছেলের এখনো বিদ্যালয় জীবন শুরু হয়নি। অন্যের জমিতে কাজ করে সংসার চালানোর পাশাপাশি ছেলেদের পড়াশোনা ব্যয় বহন কঠিন হয়ে পড়েছে বাবলুর জন্য। শাকিল হোসেন ছোট বেলা থেকেই অত্যন্ত মেধাবী। বিদ্যালয়ে প্রতি শ্রেণিতেই প্রথম স্থান অর্জন করার পাশাপাশি এসএসসি এবং এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘পালি বিষয়ে ভর্তির’ সুযোগ অর্জন করেন। সুযোগ পেয়েও অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। ভর্তির সময় প্রায় শেষ দিকে হওয়ায় শঙ্কার মুখে পড়েছে শাকিলের উচ্চ শিক্ষা অর্জন।

সর্বশেষ খবর