রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
আইএইচটির শিক্ষার্থী নির্যাতন

আসামি গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আসামি গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ

বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীদের কাছে আতঙ্ক সজল ঘোষের বিরুদ্ধে মামলার এক সপ্তাহ পার হয়েছে। গতকাল পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে অধ্যক্ষের অপসারণ ও সজল ঘোষের গ্রেফতার দাবিতে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ করছেন আইএইচটি শিক্ষার্থীরা। শিক্ষার্থী মুশফিকুর রহিম, আতিকুর রহমান, তন্ময় হাসান, জাফর সাদিক, তানভীরুল, আকিব হোসেন, শাহরিয়র হোসেন, নাইম ফেরদৌস, ওবায়দুল ইসলাম, শিহাব, আমিনুলসহ প্রমুখ এতে বক্তব্য রাখেন। জানা যায়, বগুড়া শহরের রহমান নগরের বাসিন্দা হলেও সজল ঘোষের স্থায়ী ঠিকানা হলো পাবনা জেলা শহর। সজলের বাবার নাম সুমেন ঘোষ। বগুড়া আইএইচটিতে তার কথামতো সাধারণ শিক্ষার্থীদের ওপর চলতো মারধর, নির্যাতন। এসবের প্রতিবাদে ২৯ আগস্ট শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। তাকে গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ করে রাখে তারা। পরে জেলা প্রশাসন, পুলিশ ও কলেজ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে গ্রেফতার ও বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শাহরিয়ার হোসেন এসব ঘটনায় সজলকে বাদী করে বগুড়া সদর থানায় একটি মামলা করেন।

সর্বশেষ খবর