রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণকাজ উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির (শিফট) নির্মাণকাজ শুরু হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গতকাল এটি উদ্বোধন করেন। অতিথিরা বলেন, শিফট নির্মাণ তরুণ প্রজন্মের জন্য বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির শিক্ষাক্রম ও গবেষণায় ভূমিকা রাখবে। আইসিটি সচিব সামসুল আরেফিন, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ, প্রকল্প পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। জানা যায়, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘লার্নিং বাই ডুইং’ বা ‘এক্সপেরিয়েনশিয়াল লার্নিং শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে লার্নিং কমিউনিটিভিত্তিক ইনোভেশন কালচার চর্চার পাশাপাশি দেশের প্রথম জিরো ওয়েস্ট ও এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ক্যাম্পাস হিসেবে এটি প্রতিষ্ঠা করা হবে। ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হবে প্রকল্পের কাজ।

 

সর্বশেষ খবর