সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা শুভসংঘের বিনামূল্যে চক্ষুসেবা

ঠাকুরগাঁও প্রতিনিধি

বসুন্ধরা শুভসংঘের বিনামূল্যে চক্ষুসেবা

বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়েছে। সদর উপজেলার বেগুনবাড়ি পাইকপাড়া স্কুল প্রাঙ্গণে গতকাল এই সেবা দেওয়া হয়। এলাকার ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের সব ধরনের পরীক্ষা ও প্রেসক্রিপশন দেন চিকিৎসক মো. সুজন আলী। এ সময় বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাফি, সংগঠনের ঠাকুরগাঁও পলিটেকনিক শাখার সাধারণ সম্পাদক রাতুল হাসান শাফি, দিনাজপুর সরকারি কলেজ শাখার সহ-সভাপতি আসরাবুল হক জামালী, ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য আব্দুল্লাহ আজাদ, রাকিব ইসলাম, তাহাসিন ওয়াযিদ, আবু রায়হান, মাসুম আলম ও রায়হান মাহমুদ। বিমামূল্যে সেবা পেয়ে খুশি রোগীরা। বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় বেগুনবাড়ি ইউপি চেয়ারম্যান বনি আমিন। সেবা নিতে আসা ভুপেন পালন বলেন, ‘থাকি গ্রামে, টাকা-পয়সা নাই কি করে শহরে ডাক্তার দেখাব। আজ বসুন্ধরা আমাদের ফ্রি চক্ষু সেবা দিল। আমি অনেক খুশি। ধন্যবাদ জানাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে। বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাফি বলেন, আমাদের কাজ হচ্ছে শুভ কাজে সবার পাশে থাকা। এই ধারা অব্যাহত রেখে দীর্ঘদিন কাজ করে যাচ্ছি। বসুন্ধরার হাত ধরে শুভসংঘের মাধ্যমে আরও সামনে এগিয়ে যাব এই প্রত্যাশা করছি।

ইউপি চেয়ারম্যান বনি আমিন বলেন, গ্রামাঞ্চলে বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ অবশ্যই সাধুবাদ জানানোর মতো। প্রত্যন্ত অঞ্চলের মানুষের অনেকে টাকার অভাবে শহরে গিয়ে ডাক্তার দেখাতে পারেন না। আজ বসুন্ধরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের উপকার করল। আশা করি বসুন্ধরা গ্রুপের এই ধারা অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর