সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বাজুস মাগুরা কমিটির অভিষেক

মাগুরা প্রতিনিধি

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মাগুরা জেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক হয়েছে। আছাদুজ্জামান মিলনায়তনে শনিবার রাতে এ শপথ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। বাজুস মাগুরা জেলা সভাপতি বিমল কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাজুস মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, কুষ্টিয়া জেলা সভাপতি বিজন কুমার কর্মকার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ঝিনাইদহ জেলা সভাপতি পঞ্চবেশ চন্দ্র পোদ্দার প্রমুখ। ওহিদুল ইসলাম জানান, বাজুস কেন্দ্রীয় সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারা দেশে সংগঠনটি নতুন মাত্রা পেয়েছে। সাইফুজ্জামান শিখর বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সোনা চোরাচালান প্রতিরোধে নানা কার্যক্রম হাতে নিয়েছেন। যার মধ্যে অন্যতম সোনা আমদানি সহজ করা।

সর্বশেষ খবর