সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

দিনাজপুরে গুণীজন সংবর্ধনা

দিনাজপুর প্রতিনিধি

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুরের ‘বৈকালী নাট্য গোষ্ঠী’র সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘স্পন্দন’ স্মরণিকার মোড়ক উন্মোচন, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় নাট্য সমিতি মঞ্চে শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সৈয়দ কেরামত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, দিনাজপুর প্রেস ক্লাব সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর চেম্বার সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, জেলা কালচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়া প্রমুখ। গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মোবাইল আর মাদকের নেশা কাটিয়ে আমাদের সন্তানদের বই এবং সংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করতে হবে। পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারলে অবক্ষয়মুক্ত সমাজ গড়া সম্ভব হবে।

সর্বশেষ খবর