সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

টঙ্গীতে কারখানার গুদামে আগুন

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার গুদামে গতকাল অগ্নিকান্ড ঘটেছে। টঙ্গী ও উত্তরা দমকল বাহিনীর ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। কারখানার সিকিউরিটি ইনচার্জ আবদুর রাজ্জাক বলেন, আমাদের গুদামে গাড়ি পার্কিং করে রাখা হয়। এ ছাড়া এক পাশে ওষুধ তৈরির কিছু কাঁচামাল রাখা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কারখানার গুদামের উত্তর এবং ন্যাশনাল পলিমার কারখানা দক্ষিণ সীমানা-সংলগ্ন এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। কারখানার দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।

সর্বশেষ খবর