বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নষ্ট হচ্ছে এতগুলো গাড়ি

শেরপুর প্রতিনিধি

নষ্ট হচ্ছে এতগুলো গাড়ি

মাটিতে নষ্ট হচ্ছে শেরপুর স্বাস্থ্য বিভাগের গাড়ি -বাংলাদেশ প্রতিদিন

শেরপুর স্বাস্থ্য বিভাগের পুরাতন অ্যাম্বুলেন্সসহ সিভিল সার্জন ও সেবা অধিদফতরের অন্তত ২০টি গাড়ি দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে। এরই মধ্যে চুরি হয়ে গেছে গাড়িগুলোর অনেক যন্ত্রাংশ। কোটি টাকা মূল্যের এসব গাড়ি মাটিতে ধ্বংস হচ্ছে। এর মধ্যে কয়েকটি সামান্য নষ্ট হলেও টাকার অভাবে মেরামত করা যায়নি। দীর্ঘ বছর মাটিতে ফেলে রাখায় এসব গাড়ির কোনো কোনোটির ভিতরে শিয়াল, সাপও বাসা বেঁধেছে। জানা গেছে, এসব গাড়ির কোনোটি ২০-২৫ বছর, আবার কোনোটি ৮-১০ বছর ধরে পড়ে আছে। বিদেশি সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া অন্তত চারটি অ্যাম্বুলেন্স রহস্যজনক কারণে অল্প সময়ের মধ্যেই বিকল হয়। যার তিনটি তিন-চার বছর ধরে ফেলে রাখা হয়েছে। এ ছাড়া পাঁচ-ছয়টি গাড়ি মেরামত করার মতো রয়েছে। যা করা হলে জনগণ সরকারি অ্যাম্বুলেন্সসেবা আরও বেশি পেত। এসব গাড়ি ভাঙাড়ির দোকানে বিক্রির অবস্থা হয়েছে। জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায় স্থানীয়ভাবে এসব গাড়ি নিলামে দেওয়ার নিয়ম নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়ার নিয়ম। কয়েকবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ তথ্য জানানো হয়েছে, ফল পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, গাড়িগুলোর কয়েকটি সামান্য নষ্ট হলেও তা ঠিক করা হয়নি। দীর্ঘ বছর মাটিতে ফেলে রাখায় এসব গাড়ি রাস্তায় চালানোর কোনো সম্ভাবনা নেই। জেলার সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য বলেন, যেসব গাড়ি সামান্য নষ্ট তা মেরামত করতে সরকারের কাছে অর্থ চাওয়া হয়েছে। যেগুলো মেরামতযোগ্য নয় তা স্থানীয়ভাবে টেন্ডার দেওয়ার অনুমতি চাওয়া হচ্ছে। তবে টেন্ডার প্রক্রিয়া বেশ জটিল।

সর্বশেষ খবর