বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

এসি বিস্ফোরণে হাসপাতালে আগুন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় ল্যাব এইড হাসপাতালে এসি বিস্ফোরণ থেকে আগুন লেগেছে। এতে হাসপাতালের বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। জানা যায়, নিচতলায় প্যাথলজি বিভাগে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এসি বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয় পুরো হাসপাতাল। ফায়ার সার্ভিসের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আতঙ্কে রোগীরা ছুটাছুটি শুরু করেন। এতে কয়েকজন আহত হন। ফায়ার সার্ভিস ও পুলিশ সেখান থেকে সাত রোগীকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘এসি বিস্ফোরণ থেকে আগুনের উৎস। বড় ক্ষয়ক্ষতি হয়নি।’

সর্বশেষ খবর