বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নে গতকাল দুপুরে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আবদুর রহমান (৪০) ওই ইউনিয়নের কেরনছড়ি এলাকার শাহ আলমের ছেলে। চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের টৈটং বনবিট কর্মকর্তা জমির উদ্দিন বলেন, আবদুর রহমান লাকড়ি কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি বুধবার গহীন পাহাড়ে লাকড়ি কুড়াতে গেলে বন্যহাতির কবলে পড়েন। হাতি আছাড় দিয়ে তাকে হত্যা করে। জমির উদ্দিন বলেন, বিকালে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর