বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বৃষ্টি হলেই ডুবে যায় শহর

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বৃষ্টি হলেই ডুবে যায় শহর

বগুড়া শহরের সড়ক -বাংলাদেশ প্রতিদিন

পানি নিষ্কাশনে ভালো ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে দীর্ঘসময় ডুবে থাকছে জেলা শহরসহ বগুড়া পৌরসভার বিভিন্ন এলাকা। শহরের বিভিন্ন এলাকায় কাদা ও হাঁটু পানি জমে যায়। এতে এখানকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রধান প্রধান সড়কেও পানি জমে থাকায় শহরে সৃষ্টি হয় যানজট। স্থানীয়রা জানায়, শহরের কাজী নজরুল ইসলাম সড়ক, ঝাউতলা, ফতেহ আলী বাজার, বাদুরতলা, চকযাদু রোড, স্টেশন রোড, মালতীনগর, খান্দার, উত্তর ভাটকান্দি, সাবগ্রাম, ঘুনিয়াতলা, দত্তবাড়ি, উপশহর, চেলোপাড়া, জলেশ্বরীতলায় বৃষ্টি হলে হাঁটু পানি জমে যায়। এসব এলাকার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোথাও কোথাও আবার ড্রেনের পানি উপচে চলে আসায় অপরিচ্ছন্ন হয়ে যায় সড়ক। এ ছাড়া খানাখন্দকে ভরা শহরের সড়কগুলোতে এমনিতেই চলাচল করা কষ্টদায়ক। তার মধ্যে রাস্তায় কাদা জমে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। জানা যায়, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনের চেয়ে আয়তনে এবং জনসংখ্যায় বড় বগুড়া পৌরসভা। ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া পৌরসভার আয়তন প্রায় ৭০ বর্গ কিলোমিটার। জনসংখ্যা রয়েছে ৮ লাখের বেশি। পৌরসভার উন্নয়নে অনেক কাজ হলেও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হয়নি। পৌরসভার বর্ধিত এলাকার বাসিন্দারা বলছেন, উত্তর ভাটকান্দিসহ বিভিন্ন এলাকায় ড্রেনের ব্যবস্থায় করা হয়নি। বৃষ্টি হলে পানি জমে থাকে। পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকায় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেন, পৌরসভার জলবদ্ধতা দূর করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর