বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সালিশে হামলায় শিশুর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে সালিশে প্রতিপক্ষের হামলায় ফাতিহা নামে (২) এক শিশু মারা গেছে। তার বাবা আ. সাত্তার ও মা কুলছুম আহত হয়েছেন। উপজেলার হয়দেবপুর গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। ফাতিহা শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের আবদুস সাত্তারের মেয়ে। নিহত শিশুর দাদা লিয়াকত আলী জানান, ১০ বছর ধরে তার চাচাতো ভাই লাল মিয়ার সঙ্গে জমি নিয়ে আদালতে মামলা চলছে। এ অবস্থায়ই গতকাল সালিশের আয়োজন করা হয়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে লাল মিয়াসহ অন্যরা তাদের ওপর হামলা চালায়। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার বলেন, গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। শ্রীপুর মডেল থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর