বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

দগ্ধ চারজনই মারা গেলেন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জেলার আড়াইহাজারে ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণের ঘটনায় গতকাল হাসিনা মমতাজ নামে একজন মারা গেছেন। এর আগে শনিবার তার মেয়ে কানিজ খাদিজা নিপা ও সায়মা আক্তার এবং সায়মার স্বামী সোহান তালুকদার মারা যান। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ চারজনই মারা গেলেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম জানান, বিস্ফোরণে হাসিনা মমতাজের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। শুক্রবার গভীর রাতে তাদের ফ্ল্যাটের গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে তারা চারজন দগ্ধ হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর