রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

কবে পাকা হবে ৬০০ মিটার

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

কবে পাকা হবে ৬০০ মিটার

দুমকীতে মাত্র ৬০০ মিটারের কাজ অসম্পন্ন থাকায় তিনটি কার্পেটিং সড়কের সুফল পাচ্ছেন না এলাকাবাসী। উপজেলার মুরাদিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাজার সংযোগের তিন দিক থেকে আসা কার্পেটিং সড়ক তিনটির অগ্রভাগে ২০০ মিটার করে কাজ না হওয়ায় দুর্ভোগে পড়েছেন বাজারের ব্যবসায়ীসহ স্থানীয়রা। সংকট নিরসনে শিগগিরই অসম্পন্ন সড়কটুকু কার্পেটিংয়ের দাবি করছেন তারা। স্থানীয় সূত্র জানান, ২০২১-২২ অর্থবছরে দুমকি-বাউফল আরএইডি সড়কের তালতলী বাজার থেকে পঞ্চায়েত বাজার ১ কিমি, মজুমদারবাড়ি লঞ্চঘাট থেকে ইসলামিয়া দাখিল মাদরাসা হয়ে পঞ্চায়েত বাজার এবং মুরাদিয়া হাইস্কুল থেকে এরশাদ রাজ্জাকের বাড়ি হয়ে পঞ্চায়েত বাজার সংযোগের ১ কিমি করে কার্পেটিং সড়ক নির্মাণ হয়। তিনটি সড়কের সংযোগস্থল পঞ্চায়েত বাজার হলেও প্রতিটির অগ্রভাগে অন্তত ২০০ মিটার কাজ অসম্পন্ন রয়েছে। বর্ষা মৌসুমে অসম্পন্ন সড়কে খানাখন্দ আর গর্তে কাদাপানিতে একাকার হয়ে যানবাহন চলাচল দূরে থাক, হেঁটে চলাও দুঃসাধ্য হয়ে পড়েছে। স্থানীয় ইউপি সদস্য ফোরকান হাওলাদার জানান, মাত্র ৬০০ মিটার পাকা না হওয়ায় সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনটি কার্পেটিং সড়কের সুবিধাবঞ্চিত হচ্ছে মানুষ। তা ছাড়া বাজারটির উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে। কাদাপানি মাড়িয়ে মানুষ এ বাজারে আসতে চায় না। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জনস্বার্থে দ্রুত তিন সড়কের কার্পেটিং সম্পন্নের দাবি জানান তিনি। মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, প্রতিটি কার্পেটিং সড়কের কাজ শেষ করার জন্য উপজেলা পরিষদের উন্নয়ন সভায় ইতোমধ্যে প্রস্তাব করা হয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে কাজ করা হবে বলে উপজেলা প্রকৌশল বিভাগ আশ্বস্ত করেছে। উপজেলা প্রকৌশলী আজিজুল হক জানান, মুরাদিয়া পঞ্চায়েত বাজার পর্যন্ত সংযোগ সড়কের কার্পেটিং কাজের প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে যথাযথ নিয়মে কাজ করা হবে।

 

সর্বশেষ খবর