রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার

বাগেরহাট প্রতিনিধি

রামপালে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৪)। উপজেলার বড় দুর্গাপুর গ্রামে চিংড়ি ঘেরের টংঘরে গত শুক্রবার সন্ধ্যায় এ ধর্ষণের ঘটনা ঘটে। রাতেই রাকিব হোসেন সজল (২৫) ও রাসেল শেখ (২৬) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে গতকাল তাদের কারাগারে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে নেওয়া হয়েছে জেলা ২৫০ শয্যার হাসপাতালে। রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, রাতেই কিশোরীর মামা মামলা করেন।

সর্বশেষ খবর