রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সৈয়দপুরে হুমকিতে শহররক্ষা বাঁধ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর খড়খড়িয়া নদীর সৈয়দপুর শহররক্ষা বাঁধটি হুমকির মুখে পড়েছে। দুর্বৃত্তরা বাঁধ ঘেঁষে মাটি লুট করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। শহরের পশ্চিম পাটোয়ারী পাড়া থেকে শুরু করে কুন্দলের নর্দান কোল্ড স্টোরেজ পর্যন্ত বাঁধের এ অবস্থা।

গতকাল সরেজমিন গেলে দেখা যায়, ২ কিলোমিটার লম্বা এই বাঁধের কাছে ১৫টি স্থান থেকে মাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে বাঁধের কাছে সৃষ্টি হয়েছে অসংখ বড় বড় গর্ত। এ ছাড়া বাঁধে রয়েছে সহস্রাধিক ইঁদুরের গর্ত।

ইঁদুরের গর্ত দিয়ে বাঁধে প্রবেশ করে পানি। সৈয়দপুর পৌর মেয়র রাফিজা আক্তার জাহান জানান, বাঁধটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাউবো কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সৈয়দপুর পওর বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সৈয়দ  আমিনুর রশিদ বলেন, এ বাঁধটি সিসি ব্লক দিয়ে করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ৭৫ ফুট প্রস্থের এই বাঁধের উভয় পাশে সিসি ব্লক দিয়ে বাঁধা হবে। বাঁধের টপ হবে কমপক্ষে ২০ ফুট।

সর্বশেষ খবর