রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সাভার-কেরানীগঞ্জে বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে দুই মামলা, গ্রেফতার ৪

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভার ও কেরানীগঞ্জে বিএনপির ৭১ নেতা-কর্মীর বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার আমিনবাজারের সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির নেতা-কর্মীরা গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় শুক্রবার সাভার ও কেরানীগঞ্জ মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা দুটি করেছে।

সাভার মডেল থানা সূত্রে জানা যায়, হেমায়েতপুরে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপির ৪০ নেতা-কর্মীর নাম উল্লেখ করে একটি মামলা করেছে সাভার মডেল থানা পুলিশ। অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় কেরানীগঞ্জের ওয়াশপুরে অটোরিকশায় অগ্নিসংযোগসহ ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৩১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরেকটি মামলা হয়েছে কেরানীগঞ্জ মডেল থানায়। এদিকে এসব মামলা গায়েবি ও ভিত্তিহীন দাবি করে বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণবিষয়ক সহসম্পাদক ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন বাবু।

সর্বশেষ খবর