রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পাচারচক্রের ৯ সদস্য গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাক) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে নারী ও শিশু পাচারকারী চক্রের মূলহোতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে র‌্যাবের একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মামলার পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- মুক্তা বেগম (৪৫), শাহনাজ বেগম (২৫), নিপা আক্তার (২০), মনি শীল (২১), লাইলী (২৫), সম্রাট খন্দকার (২৫), ওসমান গনি বেপারী (২৫), মিরাজ (২৫) ও সিদ্দিক (৪০)।

র‌্যাব-১০-এর উপপরিচালক (অপ্স ও মিডিয়া) আমিনুল ইসলাম গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ খবর