বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

চা দোকানি আরিফ হত্যা পাওনা টাকা চাওয়ায়

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে পাওনা টাকা চাওয়ায় কিশোর চা দোকানি আরিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মো. ফারুক হোসেন ও মো. জুবায়ের  নামে দুজনকে গ্রেফতার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে এসব জানান, জিএমপির উপপুলিশ কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান। কুমিল্লার লাকসাম থেকে মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়া আউচপাড়ায় থেকে হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। ফারুক ময়মনসিংহের কুকাইল গ্রামের আবদুল মান্নানের ছেলে ও জুবায়ের বৌলী কুডাইল গ্রামের মো. আফজাল খাঁর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান তার কার্যালয়ে গতকাল সংবাদ ব্রিফিংয়ে আরও জানান নিহত আরিফ (১৯) গাজীপুরের কাপাসিয়ার জামাদিগ্রাম এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। সে গাজীপুর সিটি করপোরেশনের দিঘিরচালায় চায়ের দোকান চালাত। ফারুক তার পূর্ব পরিচিত। মাঝে মধ্যে দোকানে বাকিতে চা, পান, সিগারেট খেত সে। এভাবে ৩০০ টাকা পাওনা হয় আরিফের। সোমবার রাত ১১টার দিকে ফারুকের সঙ্গে পাওনা টাকা চায় আরিফ। এতে ক্ষিপ্ত হয়ে সহযোগী দু-তিনজনকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আরিফকে হত্যা করে ফারুক। মঙ্গলবার এ ঘটনায় ভুক্তভোগীর মা আকলিমা আক্তার বাদী হয়ে বাসন থানায় মামলা করেন।

সর্বশেষ খবর