শিরোনাম
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বাস পিষে মারল ছয়জনকে

মানিকগঞ্জ-দিনাজপুরে আরও ছয়জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

চাকা পাংচার হওয়ায় একটি বাস থেকে নেমে আরেকটির জন্য অপেক্ষা করছিলেন পাঁচ গার্মেন্ট কর্মীসহ কয়েকজন। ইসলাম পরিবহনের একটি বাস এসে ওই যাত্রীদের তুলছিল। এ সময় রাব্বী সেতু পরিবহনের একটি মিনিবাস অন্য দুটি বাসের মাঝ দিয়ে দ্রুতগতিতে ঢুকে ওই যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে আরও তিনজন মারা যান। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় গতকাল সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন গার্মেন্ট কর্মী। এ ঘটনার জন্য রাব্বী সেতু পরিবহনের লোভী ড্রাইভারকে দায়ী করছেন প্রত্যক্ষদর্শীরা। নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার জেসমিন আক্তার (২৮), লিটন মিয়া (৩২), রিপা (২৫), সোহেল মিয়া (৩০), সদর উপজেলার সিরাজুল ইসলাম (৩৫) ও ঈশ্বরগঞ্জের আলতাব হোসেন (৬০)। বাসের অন্যযাত্রীসহ প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহ পরান নামে একটি বাসে ময়মনসিংহ সদরের চুরখাই ও ত্রিশাল থেকে ওঠেন পোশাক কর্মীরা। ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, বাসটি পুলিশের হেফাজতে আছে। চালক ওবায়দুল্লাহকে (২০) ত্রিশালের বাগান এলাকা থেকে আটক করা হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা একটি লেগুনা খাদে পড়ে চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার মকাদেব চন্দ্র মদক (৫০), হেনা আক্তার (৫০), মালেকা বেগম (৫৫) ও লেগুনাচালক জাহিদ (৩৪)। দিনাজপুর প্রতিনিধি জানান, বোচাগঞ্জ-দিনাজপুর সড়কের বোচাগঞ্জে গতকাল ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন- সেতাবগঞ্জের চম্পা রানি (২২) এবং তার বোনের ছেলে জয় (৫)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর