বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

নেত্রকোনায় চড়া সবজির বাজার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় চড়া সবজির বাজার

নেত্রকোনা শহরের মেছুয়া পাইকারি সবজি বাজার : বাংলাদেশ প্রতিদিন

নেত্রকোনায় চড়া সবজির বাজার। যে কোনো ধরনের সবজি কিনতে ক্রেতাদের কেজিপ্রতি গুনতে হচ্ছে ৯০-১৫০ টাকা। বাজার ঘুরে দেখা গেছে, নেত্রকোনা জেলা শহরের মেছুয়া বাজার সবচেয়ে বড় পাইকারি সবজির আড়ত। সেখানে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সবজি সরবরাহ করা হয়। এসব সবজি আবার স্থানীয় বাজারসহ জেলার বিভিন্ন উপজেলায় যায়। শেষ পর্যন্ত ক্রেতাদের কাছে গিয়ে পড়ে দ্বিগুণ দামে। বাধ্য হয়ে ভোক্তারা কেনেন বাড়তি দামেই। কয়েক দিনের টানা বৃষ্টির অযুহাতে সবজিসহ নিত্যপণ্যের বাজারে সবকিছুর দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এসব সবজি হাত বদল হয়ে ক্রেতাদের হাতে পৌঁছাতে পৌঁছাতে দামের গতিও বাড়তে থাকে।

ব্যবসায়ীরা বলছেন, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সবজি সরবরাহ করায় দাম বাড়তি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থানীয় সবজির জোগান না থাকায় এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। আড়তদার সুজিত দাস বলেন, গত সপ্তাহে ডাটা ৬০-৭০ থাকলেও গতকাল বিক্রি হয়েছে ৯০-১০০ টাকায়। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত। পেঁপে ছিল গত সপ্তাহে ১২-১৫ টাকা, গতকাল বিক্রি হয়েছে ২৫-৩০ টাকা কেজি। শিম ১৪০-১৫০, মুলা ৪৫-৫০ টাকা দরে বিক্রি হয়। যা গত সপ্তাহে ১৫-২০ টাকা কম ছিল। সদরের রায়দুম রুহি গ্রামের দিনমজুর রফিকুল ইসলাম জানান, সারা দিন খেটে ৫০০ টাকা পেলে এক রকমের তরকারি কিনলেই ৭০-৮০ টাকা লাগে। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সংগতি নেই।

সর্বশেষ খবর