বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

নতুন বিনোদন কেন্দ্রে ভিড় ছুটির দিনে

দিনাজপুর প্রতিনিধি

নতুন বিনোদন কেন্দ্রে ভিড় ছুটির দিনে

পুনর্ভবা নদীতে নির্মিত গৌরীপুর স্লুইসগেট -বাংলাদেশ প্রতিদিন

শহরের যান্ত্রিকতা আর এক ঘেয়েমি দূর করতে ও কোলাহল মুক্ত নিরিবিলি সময় কাটাতে সব বয়সের মানুষ ছুটছে দিনাজপুরের পুনর্ভবা নদীতে নির্মিত গৌরীপুর স্লুইসগেট এলাকায়। প্রতিদিন বিকালে এটি পরিণত হয় বিনোদন কেন্দ্রে। বিশেষ করে  ছুটির দিনগুলোতে এখানে দেখা যায় সব বয়সের মানুষের উপচে পড়া ভিড়।

জেলা শহর থেকে সাত-আট কিলোমিটার দক্ষিণে দিনাজপুর স্টেডিয়ামের পশ্চিম সড়ক ধরে কসবা, ঘুঘুডাঙ্গার মোড় পেরিয়ে এ গৌরীপুর। এখানে খাবারের অনেক ভাসমান দোকানও বসে। নদীতে চলে নৌকায় ভ্রমণ। আকাশে মেঘেদের রঙিন প্রভা, নদীর স্বচ্ছ জলে প্রকৃতির প্রতিচ্ছবি। নদীপাড়ে দর্শনীয় ছাতার নিচে বসে বিভিন্ন মুখরোচক খাবার খেতে ভোলেন না কেউ। এ স্পটে যেতেও রাস্তার দুই পাশে সারি সারি গাছও আকর্ষণ করে সাধারণ মানুষকে। রাস্তার দুই পাশে বাঁশ ঝাড়ের সবুজ শ্যামলতাও মুগ্ধ করে দর্শনার্থীদের।

দর্শনার্থী আরমান হোসেন চৌধুরী, মোসাদ্দেক হোসেন জানান, দিনাজপুর সদরের আস্করপুর ইউপির এলাকায় পুনর্ভবা নদীর ওপর সেতুসহ সুইসগেটটি বিরল এবং সদর উপজেলার সেতুবন্ধন। প্রকল্পটি পুনর্ভবা পাড় এলাকায় খরা মৌসুমে সেচ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সর্বশেষ খবর