শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

১০ হাজার বাঁশে তৈরি মণ্ডপ থাকবে ৩০০ প্রতিমা

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী

১০ হাজার বাঁশে তৈরি মণ্ডপ থাকবে ৩০০ প্রতিমা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আলোকদিয়া গ্রামে পুকুরের পানির ওপর ১০ হাজার বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে ছয়টি দুর্গামণ্ডপ। দোতালার সমান উচ্চতার মণ্ডপগুলো নির্মাণে বাঁশ, কাঠ, পাট ও সোলার ব্যবহার করা হয়েছে। এখানে ৩০০ প্রতিমা প্রদর্শনের পরিকল্পনা নিয়ে কাজ করছেন আয়োজকরা। মূল পূজার সঙ্গে দক্ষযজ্ঞের কাহিনি ও কুঞ্জবনে শ্রীকৃষ্ণের লীলাসহ কয়েকটি কাহিনি তুলে ধরা হবে। তিন মাস ধরে ২০ জন শ্রমিক মণ্ডপগুলো তৈরির কাজ করছেন যা এখন শেষ পর্যায়ে। প্রতিমাগুলোতে চলছে রংয়ের কাজ। আয়োজকরা মনে করছেন ব্যতিক্রমী এ আয়োজন দেখতে দেশে-বিদেশ থেকে আসবে মানুষ। আলোকদিয়া গ্রামে গতকাল গিয়ে দেখা যায়, পানির ওপর বাঁশ দিয়ে ছয়টি মণ্ডপ তৈরি করা হয়েছে। কয়েকটি মণ্ডপে স্থাপন করা হয়েছে প্রতিমা। কারিগর বালিয়াকান্দি উপজেলার তুলসীবরাট গ্রামের জ্ঞানেন্দ্র নাথ বলেন, আমরা ২০ জন শ্রমিক তিন মাস ধরে কাজ করে শেষ পর্যায়ে নিয়ে আসছি। কাঠামো তৈরি করা হয়েছে। কাঠের পাটাতন দেওয়া শেষ হয়েছে। এখন কাপড় আর সোলা দিয়ে মন্দিরগুলোর সাজানো হবে। ষষ্ঠীর আগের দিন সব আয়োজন শেষ করা হবে। এ বছর মন্দির তৈরি করতে ১০ হাজার বাঁশ ও অনেক কাঠের তক্তা ব্যবহার করা হয়েছে। এ আয়োজন দেশের সবচেয়ে বড়। গ্রাম জামালপুর ও আলোকদিয়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাস বলেন, আমরা প্রতি বছর এখানে ব্যতিক্রমী আয়োজন করি। করোনার পর তিন বছর বড় পরিসরে আয়োজন হয়নি। এবার আবার শুরু করেছি। লক্ষ্মীপূজা পর্যন্ত এ আয়োজন থাকবে। রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, জেলায় এ বছর ৪৪৬টি মণ্ডপে দুর্গাপূজা হবে। প্রতিটি মণ্ডপে থাকবে নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বালিয়াকান্দির আলোকদিয়া গ্রামের মন্দির কমিটি ব্যতিক্রমী আয়োজন করেছেন। সনাতন ধর্মের কয়েকটি দিক সেখানে ফুটিয়ে তোলা হয়েছে।

সর্বশেষ খবর