শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবারের মানবেতর জীবন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে মধুমতী নদীভাঙনে নিঃস্ব শতাধিক পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের পার আমডাঙ্গা, ধানাইড়, চাচই, চরআড়িয়ারা ও লোহাগড়া ইউনিয়নের ছাগলছিড়া গ্রামে কয়েকদিন ধরে ভাঙন চলছে।

ক্ষতিগ্রস্তরা জানান, দুই ইউনিয়নের প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন বিস্তৃত। পার আমডাঙ্গা গ্রামের আবদুস সবুর খান ও সোহাগ মাস্টার জানান, গ্রামের মসজিদ, মাদরাসা, কবরস্থানসহ অসংখ্য ঘরবাড়ি, শত শত একর ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। সহায়-সম্বল হারিয়ে আমরা পথে বসেছি। শতাধিক পরিবার এখন সর্বশান্ত। আমরা সরকারি ও স্থানীয়ভাবে তেমন সাহায্য-সহযোগিতা পাইনি। সরকারের কাছে দ্রুত ভাঙনরোধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানাচ্ছি। জয়পুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন বলেন, নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পানি উন্নয়ন বোর্ড (পাউবে) লোহাগড়া পওর উপ-সহকারী প্রকৌশলী সুমন কুমার রায় জানান, ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ২০২০-২১ অর্থবছরে এ এলাকায় ভাঙনরোধে ৭০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। বরাদ্দ পেলে আবার কাজ করা হবে। জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী জানান, নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

সর্বশেষ খবর