শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ভারতের সহকারী হাইকমিশনার সোনাহাট বন্দর পরিদর্শনে

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উত্তরবঙ্গ জাদুঘর এবং ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। গতকাল বিকাল ৪টায় তিনি জেলার নতুন শহরে উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন করেন এবং নির্মাণাধীন ভবনের কাজের অগ্রগতির খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ জাদুঘরের চেয়ারম্যান (একুশে পদকে ভূষিত) এস এম আব্রাহাম লিংকন, ট্রাস্টি উপদেষ্টা সাবেক সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম, টিআইবি সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। এরপর তিনি ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে যান। সেখানে তাকে ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। স্থলবন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে আলোচনা সভায় সিঅ্যান্ডএফ এজেন্ট সভাপতি সরকার রকীব আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোজ কুমার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, ইউএনও গোলাম ফেরদৌস, সিঅ্যান্ডএফ এজেন্ট সম্পাদক মোস্তফা জামান, বিভাগীয় আমদানি ও রপ্তানিকারক সমিতির আহ্বায়ক শাহজাহান বাবু ও সোনাহাট আমদানি ও রপ্তানিকারক সমিতির সম্পাদক আবদুর রাজ্জাক।

ব্যবসায়ীরা দ্রুত সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশন চালুসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

সর্বশেষ খবর