শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

নীলফামারীতে শীতের আগামনি বার্তা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে শীতের আগামনি বার্তা

নীলফামারীতে জানান দিচ্ছে আগাম শীতের বার্তা। ভাদ্র মাসজুড়ে জেলায় ছিল প্রখর রোদ আর ভ্যাপসা গরম। আশ্বিনের শুরু থেকে কখনো ভারী, কখনো হালকা বৃষ্টি হয়েছে। এতে প্রকৃতি ধুয়েমুছে এখন নির্মল পরিবেশ। কমছে দিনের তাপমাত্রা। দুপুরে মৃদু রোদ থাকলেও বইছে উত্তরের হিমেল হাওয়া। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শরীর শিন শিন করছে। ভোরে  ঠান্ডা অনুভূত হচ্ছে। গতকাল সকালে দেখা যায়, কুয়াশার চাদর ভেদ করে রোদ ছড়িয়ে পড়ছে চারদিকে। ধানের শীষ ও দুর্বাঘাসের ডগার জমানো শিশির কণা মুক্তার মতো ঝলমল করছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশায় ঢাকা পড়ছে গ্রামীণ মাঠ-প্রান্তর। শীতের আমেজে আগাম আলু, শাকসবজিসহ রবি ফসল রোপণ ও আগাম আমন ধান কাটার উৎসব চলছে। শিক্ষাবিদ আবু মুসা মাহামুদুল হক বলেন, সাধারণত শরতে শীত ও শিশির বিন্দু পড়তে কম দেখা যায়। এবার কিছুটা আগে শীতের পদধ্বনি শোনা যাচ্ছে।

সর্বশেষ খবর