শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

রক্তদহ বিলে অভিযান নিষিদ্ধ জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার আদমদীঘি উপজেলা মৎস্য অধিদফতর রক্তদহ বিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি, কারেন্ট ও খড়া জাল জব্দ করেছেন। উপজেলা পরিষদ চত্বরে গতকাল এ জাল পুড়িয়ে ফেলা হয়। এর আগে বৃহস্পতিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বিলের সান্দিড়া খেয়াঘাট, কদমা ও ছাতনীসহ বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল জানান, এই বিলের দেশীয় মাছের সুখ্যাতি রয়েছে। নানা কারণে মাছ হারিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ নিষিদ্ধ জাল দিয়ে মাছ নিধন। বিষয়টি জানার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সচেতন মহলের লোকজন নিয়ে বিলের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর