রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সাত দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

নীলফামারী প্রতিনিধি

মুক্তিযুদ্ধের চেতনাকে লালন, ঐতিহ্য সংরক্ষণ, অসাম্প্রদায়িক প্রগতিশীল সমাজ গঠনে সংস্কৃতিবান্ধব প্রজন্মের বিকল্প নেই এই স্লোগানে নীলফামারীতে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘৩য় নীলফামারী সাংস্কৃতিক উৎসব-২০২৩’। গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই উৎসবের উদ্বোধন করেন আসাদুজ্জামান নূর এমপি।

 এর আগে শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় উৎসবের আয়োজন করেছে নীলফামারী  জেলা শিল্পকলা একাডেমি। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ  চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক  জোটের জেলা আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল।

সর্বশেষ খবর