বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

১৫ বছর পালিয়ে ছিলেন হত্যা মামলার আসামি

গাজীপুর প্রতিনিধি

১৫ বছর পালিয়ে ছিলেন হত্যা মামলার আসামি

গাজীপুরের পুবাইল থেকে মো. মনির হোসেন (৪৩) নামে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি ১৫ বছর ধরে পালিয়ে ছিলেন বলে জানা গেছে। মনির ভোলার দক্ষিণ বানিয়া (সর্দার বাড়ি) গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে। তিনি চট্টগ্রামের লোহাগাড়ার সুখছড়ি গ্রামের আলী আহমেদের ছেলে মাইক্রোবাস চালক মহিউদ্দিন (৩৮) হত্যা মামলার আসামি। র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল থানার মীরের বাজার চৌরাস্তা এলাকা থেকে মনিরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই হত্যাকান্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মনিরের অপর দুই সহযোগী শওকতুল ইসলাম ওরফে শওকত এবং রুবেল ঘোষ প্রকৃত নাম ঠিকানা গোপন করে মহিউদ্দিনের মাইক্রোবাস ছিনতাই করার উদ্দেশ্যে ২০০৮ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকার কমলাপুরে আবাসিক হোটেলের দুটি কক্ষ ভাড়া নেয়। মাইক্রোবাসটি হোটেলের পার্কিংয়ে পার্ক করে রাখে। গভীর রাতে ওই আবাসিক হোটেল কক্ষে মনির ও তার দুই সহযোগী মহিউদ্দিনকে হত্যা করে মাইক্রোবাসটি নিয়ে চলে যায়। এ ব্যাপরে ডিএমপির মতিঝিল থানায় হত্যা মামলা হয়। মামলার তদন্ত শেষে থানা পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ২০২২ সালে ১৩ সেপ্টেম্বর এ মামলায় মনির হোসেন, শওকত এবং রুবেল ঘোষকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড সাজা দেন। মামলার শুরু থেকেই তারা পলাতক ছিল।

সর্বশেষ খবর