বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ঝিনাইদহে ঐতিহ্যের লাঠিখেলা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ঐতিহ্যের লাঠিখেলা

আধুনিক সভ্যতা ও প্রযুক্তির ছোঁয়ায় গ্রামবাংলার হারাতে বসা ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হয়েছে বিলুপ্তপ্রায় লাঠিখেলা। ঢাকঢোলের বাজনা আর গানের সুরের তালে তালে চলে লাঠিয়ালদের লাঠির কসরত। খেলায় প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা করে পাল্টা আঘাত করতে মরিয়া হয়ে ওঠেন লাঠিয়ালরা। লাঠিখেলা দেখতে  সেখানে ভিড় জমায় সহস্রাধিক দর্শক। এ আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ বয়ে যায় পুরো এলাকায়। এমন আয়োজন যেন প্রতি বছর হয় এমন দাবি জানিয়েছেন খেলা দেখতে আসা দর্শকরা।

গতকাল সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলার শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজন করা হয় এ লাঠি খেলার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস।

সর্বশেষ খবর