বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

দেখাদেখি নদী দখল

পানি প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গা থানার মধ্য দিয়ে বয়ে যাওয়া গাড়াদহ নদীর দখল করে বসতভিটা ও দোকান নির্মাণ করে ব্যবসা করছে প্রভাবশালীরা। এতে নদীর দুই পাশ সংকুচিত হয়ে গেছে। পানি প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ ছাড়া বর্জ্য ফেলায় নদীর পানি দূষিত হচ্ছে। অবৈধ দখলদাররা বলছেন, সবাই নদী দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে। অন্যদের দেখে তারা উৎসাহী হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে দখল বাণিজ্য চললেও পাউবো ও প্রশাসন নীরবে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, গাড়াদহ নদী সম্পর্কে ধারণা নেই। কেউ দখল করছে কি না তাও তার জানা নেই। অবৈধ দখলদার আবদুল মমিন জানান, সবাই নদী দখল করে নির্মাণ করেছে। তাই দেখে আমি দুটি দোকান নির্মাণ করেছি। দোকান দুটিতে মাইকের ব্যবসা করছি। যদি কখনো পানি উন্নয়ন বোর্ড উচ্ছেদ করে চলে যাবে। আমার মতো শত শত লোক দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েছে। সলঙ্গা বাজারের ব্যবসায়ী আতাউর রহমান জানান, নদী দখল করে দোকান ঘরটি নির্মাণ করেছেন আবদুস সালাম নামে এক ব্যক্তি। আমি ওনার কাছ থেকে মাসিক সাড়ে ৮ হাজার টাকায় ভাড়া নিয়েছি। একই রায়গঞ্জের ইউএনও তৃপ্তি কণা মন্ডল জানান, পানি উন্নয়ন বোর্ড লিখিতভাবে জানালে আমরা ব্যবস্থা নিতে পারব। তাছাড়া আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, গাড়াদহ নদী সম্পর্কে আমার তেমন ধারণা নেই। কেউ দখল করছে কি না তাও জানা নেই।

খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর