বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

অনলাইন হাটে ঝুঁকছেন খামারি

জয়পুরহাট প্রতিনিধি

উত্তরের সীমান্তবর্তী জয়পুরহাট জেলাতে সারা বছর বিপুল সংখ্যক গরু পালন করেন খামারিরা। এসব গরু স্থানীয় হাটে বিক্রি করা হয়। এর পাশাপাশি অনলাইনভিত্তিক গরুর খামারে আগ্রহ বাড়ছে এখানকার খামারিদের। এমনি এক খামার করে বেশ সাড়া ফেলেছেন পাঁচবিবি উপজেলার তরুণ উদ্যোক্তা ইমামে রাব্বানী রিফাত। হাটের বিড়ম্বনা এড়াতে খামার থেকেই বিক্রি করছেন বিভিন্ন জাতের বিদেশি গরু। এমন উদ্যোগে ক্রেতারাও বেশ খুশি। পাঁচবিবি উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামের বাসিন্দা ইমামে রাব্বানী রিফাত। পড়াশোনা করেন বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে। ছোটবেলা থেকেই পশুর প্রতি একরকম ভালোবাসা ছিল তার। পড়াশোনার পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করতে ২০২০ সালে তাকে দুটি বিদেশি উন্নত জাতের গরু কিনে দেন তার মা স্কুলশিক্ষিকা রহিমা খাতুন। সেই দুটি গরু দিয়ে শুরু করেন খামার। এরপর গরুর সংখ্যা বাড়তে থাকলে অনলাইনে বিক্রির উদ্যোগ নেন তিনি। দুটি থেকে বর্তমানে তার খামারে প্রায় ৫০টি গরু রয়েছে। ইমামে রাব্বানী রিফাত বলেন, ইচ্ছা ছিল চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার। অনলাইন প্ল্যাটফরমে বেশ সাড়া পাচ্ছি। এ ছাড়া আমার খামারে কর্মসংস্থান হয়েছে ১০ জন যুবকের। জয়পুরহাট প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা ডা. খুরশিদ আলম বলেন, হাটের চেয়ে অনলাইনে গরু কেনাবেচা সহজ।

সর্বশেষ খবর