বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

অবশেষে আউলিয়া ঘাটে সেতুর ভিত্তিপ্রস্তর

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়া ঘাটে ওয়াই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই আউলিয়া ঘাটে নৌকাডুবিতে ৭২ জনের মৃত্যুর এক বছর পর রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন গতকাল এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দীর্ঘ বছর ধরে এই ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। মন্ত্রী বলেন, সেতুটি ভূমিকম্প সহনশীলভাবে নির্মাণ করা হবে। পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান এতে সভাপতিত্ব করেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানায়, ১১৬ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৫৮৮ টাকা ব্যয়ে ৮৯১ মিটার পিসি গার্ডারে এই সেতুটি নির্মাণ করা হবে। গত বছর ২৫ সেপ্টেম্বর বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূজার অনুষ্ঠানে যোগ দিতে একটি নৌকাযোগে পূজারীরা নদী পার হচ্ছিলেন। এ সময় নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ৭২ জন প্রাণ হারান।

সর্বশেষ খবর