মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সড়কে চিকিৎসকসহ ছয় প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

সড়কে চিকিৎসকসহ ছয় প্রাণহানি

দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসকসহ ছয়জনের মৃত্যু হয়েছে। রবিবার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- সিলেট : সিলেটে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। রবিবার রাতে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের লাছুখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গতকাল বিকাল পর্যন্ত নিহত ওই নারীর পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, গত রবিবার রাতে লাছুখাল এলাকায় পথচারী নারীকে চাপা দেয় দ্রুতগামী একটি ট্রাক। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে মৃত্যু হয়। গোপালগঞ্জ : জেলার শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তপন কুমার মন্ডল (৩৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার রাতে ঢাকা মেডিকেলে তিনি মারা যান। গতকাল সকালে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খায়রুল আলম ও গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  বান্দরবান : বান্দরবান-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়া ইছাখালী এলাকায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বিকালে রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন (৩৭) বান্দরবান সদর উপজেলার কুহলং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। নারায়ণগঞ্জ : মদনপুরে গতকাল সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মুন্না (৪৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। যশোর : মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নুরুন্নবী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন। রবিবার রাতে কেশবপুর উপজেলার নোয়াপাড়া-চুকনগর সড়কের সুফলাকাটি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা : তালায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে সৌরভ দত্ত (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন আরোহী।

 

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর