বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও লেবেলবিহীন খাদ্য মজুদ করায় দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া। বগুড়ার শেরপুরে গতকাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুস সোবহান এ জরিমানা করেন। প্রতিষ্ঠান দুটি হলো উপজেলার সাউদিয়া বেকারি অ্যান্ড কনফেকশনারি ও শম্পা দধি ভান্ডার।

বগুড়া জেলা খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, শেরপুর উপজেলার সাউদিয়া বেকারি অ্যান্ড কনফেকশনারি কারখানায় লেবেলবিহীন সেমাই, তেল, ব্যানানা ফ্লেভার ও লবণ মজুদ করতে দেখা যায়। এ ছাড়া শম্পা দধি ভান্ডারের কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। ওই প্রতিষ্ঠানে লেবেলবিহীন মিষ্টি, গুড় ও বিভিন্ন খাদ্যদ্রব্য মজুদ করা ছিল।

সর্বশেষ খবর