বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পোশাক শ্রমিক শিখাকে হত্যা করে কথিত স্বামী

গাজীপুর প্রতিনিধি

পোশাক শ্রমিক শিখাকে হত্যা করে কথিত স্বামী

গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুরে নারী পোশাক শ্রমিক শিখা বেগমকে (৩৫) হত্যার অভিযোগে কথিত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. আবুল হোসেন (৪৭)। আবুল হোসেন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিখাকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন জিএমপির সহকারী পুলিশ কমিশনার ফাহিম আসজাদ। জিএমপির উপপুলিশ কমিশনার কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। আবুল হোসেন দিনাজপুরের কাঠনার নাজির উদ্দীনের ছেলে। গাজীপুর জেলার চন্দ্রা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। ফাহিম আসজাদ আরও জানান, ২২ অক্টোবর সকালে শিখা ১৬ হাজার টাকা দাবি করেন আবুল হোসেনের কাছে। তা দিতে অস্বীকার করলে একপর্যায়ে কথিত স্বামীকে থাপ্পড় দেন ও কলার চেপে ধরেন শিখা। তাকে কাজে যেতে না দিয়ে রুমে তালাবদ্ধ করে রাখেন। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে আবুল হোসেন শিখার গলাটিপে ধরেন। শিখা অচেতন হয়ে পড়লে তিনি কাঁথা দিয়া মুড়িয়ে ঘর তালাবব্ধ করে পালিয়ে যান। তিনি জানান, নিহত শিখা বেগম ময়মনসিংহ জেলার কাটাখালী গ্রামের মো. সারোয়ার মিয়ার মেয়ে। তিনি বিয়ে না করেই কথিত স্বামীর সঙ্গে বসবাস করতেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

মঙ্গলবার তার লাশ উদ্ধার করে বাসন থানা পুলিশ। এ ঘটনায় বাসন থানায় মামলা হয়। আবুল হোসেনকে গতকাল আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর