শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বগুড়ায় কমতে শুরু করেছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় কমতে শুরু করেছে সবজির দাম

বগুড়ার বিভিন্ন বাজারে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। শীতকালীন আগাম জাতের সবজির আমদানি শুরু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। ব্যবসায়ীরা বলছেন, আগামী কয়েক দিনের মধ্যে দাম আরও কমবে।

বগুড়া শহরের রাজাবাজার, ফতেহ আলী বাজার, বকশি বাজার, কলোনি ও খান্দার বাজার ঘুরে গতকাল দেখা যায়, প্রতিটি সবজির দাম আগের চেয়ে ২০-৩০ টাকা কেজিতে কমেছে। তবে বেড়েছে কাঁচামরিচ, আলু ও পিঁয়াজের দাম। টমেটো ১২০, গাঁজর ১৩০, বেগুন ৮০, পেঁপে ২৫-৩০, ফুলকপি ৮০, পাতাকপি ৮০, শসা ৬০, পটল ৫০, ঝিঙ্গা ৬০, মুলা ৫০, বরবটি ৮০, করলা ৮০, ঢেঁরস ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এসব সবজির দাম প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি ছিল। প্রতি কেজি আদা ২০০ ও রসুন ২২০ বিক্রি হচ্ছে টাকা কেজি দরে। আগের সপ্তাহে আদা ২৪০ টাকা এবং রসুন ছিল ২৮০ টাকা কেজি। বগুড়া শহরের মালতিনগর থেকে বাজারে আসা জহুরুল ইসলাম জানান, বাজারে আগের চেয়ে সবজির দাম কিছুটা হলেও কমেছে। এক সপ্তাহ আগে সব সবধরনের সবজির দাম চড়া ছিল-যা আমাদের মতো নিম্নআয়ের মানুষের ক্রম ক্ষমতার বাইরে। স্বল্প আয়ে বেশি দাম দিয়ে সবজি কিনে সংসার চালাতে হিমশিম খেতে হয়। রাজাবাজারের সবজি ব্যবসায়ী আরিফুল ইসলাম জানান, সম্প্রতি অতি বৃষ্টির কারণে বাজারে সব ধরনের সবজির দাম দিগুণ হয়েছিল। অনেক খেত নষ্ট হয়েছিল। বর্তমানে এ সমস্যা কাটিয়ে বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। যে কারণে দাম আগের চেয়ে কিছুটা কমেছে। জানা যায়, বগুড়ায় এ বছর প্রচুর পরিমাণ জমিতে শীতকালীন সবজি আবাদ করেছেন কৃষকরা। জেলার চাহিদা মিটিয়ে যা অন্য জেলায় বিক্রি হবে। বগুড়ার সবচেয়ে বড় সবজির মোকাম মহাস্থান হাট। এই হাট থেকে প্রতিদিন পাইকাররা সবজি কিনে বিভিন্ন জায়গায় নিয়ে যান।

সর্বশেষ খবর