শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
নোয়াখালী স্বাচিপ

কমিটি নিয়ে চিকিৎসকদের দুই পক্ষ মুখোমুখি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আহ্বায়ক কমিটি ঘোষণা নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। একপক্ষ অন্য পক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। তাদের পরস্পরবিরোধী অবস্থানের কারণে জেলায় কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও দুই ভাগে বিভক্ত। নোয়াখালী প্রেস ক্লাবে গতকাল সকালে সংবাদ সম্মেলন করেন স্বাচিপের নবগঠিত জেলা আহ্বায়ক কমিটি। লিখিত বক্তব্যে কমিটির আহ্বায়ক ডা. এফ এম শাহাদাৎ হোসেন ও সদস্য সচিব আবদুস সাত্তার ফরায়েজী বলেন, ১৮ অক্টোবর স্বাচিপের মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বাতিল করে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি দেয় কেন্দ্র। বাতিল হওয়া কমিটির নেতাদের মদদে সম্মিলিত চিকিৎসক পরিষদ ব্যানারে মানববন্ধন করে আহ্বায়ক কমিটির বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানান তারা। এর আগে সকালে আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সামনে চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীর ব্যানারে সাবেক কমিটির ডা. ফজলে এলাহী ও মাহবুবুর রহমানের নেতৃত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, নোয়াখালীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। ১৮ অক্টোবর কেন্দ্রীয় কমিটি জেলার কারও সঙ্গে আলোচনা ছাড়াই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আহ্বায়ক কমিটি ঘোষণা করে। ওই কমিটিতে নারী নির্যাতন মামলার আসামিসহ বিতর্কিত অনেককে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

সর্বশেষ খবর