শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের বীজ সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রবি ফসলের আবাদ বৃদ্ধির জন্য ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হল রুমে ২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় এগুলো বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন, কৃষি কর্মকর্তা আল মামুন প্রমুখ।

উপজেলা কৃষি বিভাগ জানায়, ৬৪৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রতিজনকে গম বীজ-১ কেজি, ভুট্টা বীজ-১, সরিষা বীজ-১ কেজি, চিনাবাদাম-১ কেজি, পিঁয়াজ বীজ-১ কেজি, খেসারি ও মসুর বীজ-১ কেজি, ডিএপি সার-১০ কেজি ও এমওপি ১০ কেজি বিতরণ করা হয়।

সর্বশেষ খবর