শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পুলিশের ওপর হামলা কারখানা ভাঙচুরে দুই মামলা, গ্রেফতার ১৫

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবির আন্দোলনের সময় ভাঙচুর, গাড়িতে আগুন ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ১৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ হাজার ব্যক্তিকে আসামি করে গত বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর থানায় দুটি মামলা করা হয়। থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির রহমান একটির এবং মৌচাক এলাকার বে-ফুটওয়্যার কারখানা কর্মকর্তা এনামুল হক অন্য মামলার বাদী। মামলা দায়েরের পর পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে কারখানা শ্রমিকরা ২৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত গাজীপুরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, যানবাহন ও কারখানা ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ করে। শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে বৃহস্পতিবার তারা পুলিশের ওপর হামলা চালায়।

সর্বশেষ খবর