রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

টঙ্গীতে সড়ক দখল করে গাড়ির স্ট্যান্ড

আফজাল, টঙ্গী

টঙ্গীতে সড়ক দখল করে গাড়ির স্ট্যান্ড

গাজীপুরের গুরুত্বপূর্ণ স্থানে সড়কের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে গাড়ির স্ট্যান্ড। অবৈধ এসব সিএনজি স্ট্যান্ড, অটো, লেগুনা, ইজিবাইক স্ট্যান্ড বসিয়ে একটি চক্র মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। আবার অনেকেই সড়ক কিংবা ফুটপাতের জায়গা দখল করে গাড়ি পার্কিং করে মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি করছে। এতে গাজীপুর সিটির রাস্তা বিনষ্ট হচ্ছে, আবার মানুষের চলাচলে প্রতিবন্ধকতারও সৃষ্টি হচ্ছে। এমন চিত্র নগর জুড়েই। সিটি কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় চক্রটি বেপরোয়া হয়ে উঠেছে দিন দিন।

সরেজমিন ঘুরে দেখা যায়, নগরীর গুরুত্বপূর্ণ স্থানে সড়কের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে গাড়ির স্ট্যান্ড। এর মধ্যে উল্লেখযোগ্য হলো টঙ্গী পূর্ব থানা কার্যালয়ে ঢুকতেই অটোস্ট্যান্ড। এ ছাড়া সরকারি হাসপাতাল গেটে সিএনজি, স্টেশন রোডে লেগুনা, কেটিএল, কামাড়পাড়া রোডে, টঙ্গীবাজার, চেরাগআলী, কলেজ গেট, দত্তপাড়া, গাজীপুরা, মিরের বাজার, বড়বাড়ি, বোর্ডবাজার, গাছাসহ বিভিন্ন স্থানে গাড়ির স্ট্যান্ড আর স্ট্যান্ড। এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় সড়কের জায়গা দখল করে গাড়ি পার্কিং করা হচ্ছে। বড় বড় পণ্যবাহী ট্রাক রেখে  মালামাল লোড-আনলোড করে মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি করছে। এর মধ্যে টঙ্গী শিলমুন আবদুর গফুরখান রোডে, মরকুন, গোপালপুর, আরিচপুর, দত্তপাড়া, মেঘনারোড, হকের মোড়, পিনাকী রোড, বিসিকসহ বিভিন্ন এলাকায় সড়কের জায়গা দখল করে গাড়ি পার্কিং করছে। এর ফলে সিটির কোটি কোটি টাকার রাস্তা নষ্ট করছে এবং মানুষের চলাচলে প্রতিবন্ধকতা  তৈরি করছে। এদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। এ নিয়ে সাধারণ জনমনে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

টঙ্গী জোনের ডিসি মাহবুব উজ-জামান বলেন, এ বিষয়ে সিটি করপোরেশনকে এগিয়ে আসতে হবে। আমরা তাদের সহযোগিতা করব।

সর্বশেষ খবর