রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

চাঁদপুর বাজারে আগুন পুড়ল ২৯ দোকান

গাজীপুর প্রতিনিধি

কাপাসিয়া উপজেলার চাঁদপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ছোট-বড় ২৯টি দোকান পুড়ে গেছে।

স্থানীয়রা জানায়, গতকাল বিকালে এলপিজি ও জ্বালানি তেল বিক্রির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, বিকাল প্রায় সাড়ে ৫টার দিকে এলপিজি ও জ্বালানি তেলের দোকান খান ট্রেডার্সে প্রথমে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে।

চাঁদপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোলায়মান মোড়ল বলেন, আগুনে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।

কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, ‘আমাদের চারটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে ৮ থেকে ১০টি দোকানের আগুন নিয়ন্ত্রণে আনে। বাকি ছোট ছোট ১৮ থেকে ১৯টি দোকান আমরা সেখানে পৌঁছার আগেই পুড়ে যায়।’ ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি।’

সর্বশেষ খবর