সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

গৃহবধূ হত্যার প্রতিবাদে মানববন্ধন

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে গৃহবধূ আসমা হত্যা মামলা আত্মহত্যা বলে চালানোর অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিহতের স্বজন ও এলাকাবাসী তিন ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তৃতা করেন নিহতের মা সূর্য্য বেগম, বোন সুফিয়া, প্রতিবেশী সাদিয়া, মানবাধিকার কর্মী নুর জাহান আক্তার প্রমুখ। পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। বক্তারা বলেন, গত ১৯ সেপ্টেম্বর গুরুদাসপুরের লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের ফারুক ও তার পরিবারের সদস্যরা আসমা বেগমকে (৩৫) নির্যাতন করে। এক পর্যায়ে আসমা অচেতন হয়ে পড়লে তার মুখে বিষ ঢেলে দেয় তারা। আসমা নাটোর সদর উপজেলার হালসা এলাকার রায়ঘাট গ্রামের মৃত বাসক আলীর মেয়ে। এ ঘটনায় নিহতের ভাই ২০ সেপ্টেম্বর নাটোর আদালতে একটি মামলা করেন।

সর্বশেষ খবর