বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেরপুর ও গলাচিপা প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে ভোক্তা সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে। গাংনী শহরে গতকাল অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ। আলু বিক্রেতাদের বিক্রয় রশিদ না দেওয়ায় মেসার্স সততা ভান্ডারকে ২০ হাজার ও মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি করায় গাংনী স্টুডেন্ট কর্নারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে পটুয়াখালীর গলাচিপায় ভোক্তার অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পৌর শহরে গতকাল এ অভিযান চালানো হয়। রমেন ড্রাগ হাউসকে ৭, গুরুদেব ড্রাগ হাউসকে ২, ইউনাইটেড মেডিকেল হলকে ৩ ও মিলন কসমেটিক্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর