বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দিনাজপুর মেডিকেলে এফেরেসিস মেশিন চালু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল চালু করা হলো রক্তের প্লাটিলেট আলাদাকরণ (এফেরেসিস) মেশিন। এর মাধ্যমে ডেঙ্গু, ক্যান্সার, থেলাসেমিয়া ও আইটিপি আক্রান্ত রোগীরা খুব সহজেই রক্তদাতার প্লাটিলেট নিতে পারবেন। এ ছাড়া বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে প্লাজমা আদান-প্রদানসহ থেরাপি প্রদানেও মেশিনটি ব্যবহার করা যায়।

এর আগে হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের বঙ্গবন্ধু কর্নারসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন হুইপ। ডা. এ টি এম নুরুজ্জামান, ডা. এ এফ এম নুরুল্লাহ, ডা. নাদির হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর