বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

পুলিশ পরিচয়ে প্রতারণা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতারণার অভিযোগে এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম আতানুর রহমান। তিনি বামনডাঙ্গা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, সোমবার বিকালে নাগেশ্বরী থানার ডিউটি অফিসারের সরকারি মোবাইল ফোনে আতানুর নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে থানার সার্বিক অবস্থা জানতে চায়। থানায় এ পর্যন্ত কতটি অভিযোগ দিনে দায়ের হয়েছে তা জানতে চায়। একপর্যায়ে অভিযোগকারীদের নাম এবং মোবাইল নম্বর জানতে চাইলে দায়িত্বে থাকা পুলিশের এএসআই কর্মকর্তা ভেবে অভিযোগকারীদের নাম এবং মোবাইল নম্বর তাকে দিয়ে দেন। সোমবার সন্ধ্যার পর অভিযোগকারীদের একজন নাগেশ্বরী থানার মুন্সির কাছে এসে জানান, ওসি স্যার ফোন করেছিলেন কিছু খরচের টাকার জন্য। একবার ২ হাজার টাকা বিকাশ করেছি, তিনি আরও টাকা চেয়েছেন। নাগেশ্বরী থানার ওসি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। পরে পুলিশ ফোন নম্বরের সূত্র ধরে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, ওই প্রতারক অভিনব কৌশলে কয়েকজনের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নেয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর