বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ধামরাইয়ে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ের কালামপুর বাজারে বহুতল মার্কেটসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী এ অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কয়েকজন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজের ও খালের জমিতে বহুতল মার্কেটসহ অর্ধশতাধিক দোকানপাট নির্মাণ করে ব্যবসা করে আসছিল। ওইসব জমি ছেড়ে দেওয়ার জন্য মাস খানেক আগে উপজেলা নির্বাহী অফিসার ব্যবসায়ীদের নোটিস দেন। কিন্তু স্বেচ্ছায় তারা তাদের স্থাপনা ভেঙে না নেওয়ায় দুটি এস্কেভেটর দিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় উদ্ধার করা হয় ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজের ৭০ শতাংশ জমি। ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, এ বাজারে আরও যেসব অবৈধ স্থাপনা রয়েছে তাও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

সর্বশেষ খবর