শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

টাঙ্গাইলে পুলিশ হেফাজতে ট্রাকচালকের মৃত্যু

চিকিৎসা না দেওয়ার অভিযোগ স্বজনদের

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে থানা হেফাজতে থাকাবস্থায় সুমন মিয়া নামে এক বালুবাহী ট্রাকচালকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। সুমন মিয়া (২৬) ঘাটাইল উপজেলার জামুরিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

জানা যায়, ঘাটাইল উপজেলার সাগরদীঘি থেকে বালুভর্তি দুটি ট্রাক ঘাটাইল কলেজ মোড় আসার পর পুলিশ আটক করে। চালকসহ ওই ট্রাক দুটি থানায় নিয়ে কাগজপত্র পরীক্ষানিরীক্ষা করে। এরপর একটির চালক সুমন হঠাৎ অসুস্থ হন। তিনি পানি খেতে চাইলে পুলিশ তাকে পানি পান করায়। একপর্যায়ে সুমন মাটিতে লুটিয়ে পড়েন। আটক অন্য ট্রাকের চালক সুমন মিয়ার চাচাতো ভাই সুজন বলেন, তারা ট্রাক নিয়ে কলেজ মোড় আসার পরই পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। একটি গাড়ির কাগজপত্র না থাকায় বাড়িতে লোক পাঠানো হয়। এ সময় ভয়ে সুমন অসুস্থ হয়ে পড়ে। তিনি সুমন মিয়ার অসুস্থতার কথা বারবার বলেছেন। তার পরও চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়নি। ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শহিদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই চালকের মৃত্যু হয়েছে। জামুরিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, কী কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে। ঘাটাইলের ইউএনও ইরতিজা হাসান বলেন, ড্রামট্রাক চলাচল নিষিদ্ধ ছিল। সে অনুযায়ী পুলিশ বালুভর্তি দুটি ড্রামট্রাক আটক করে থানায় নিয়ে যায়। সেখানে একজন অসুস্থ হয়ে পড়েন।

সর্বশেষ খবর