শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
অবহেলায় প্রসূতির মৃত্যু

সেন্ট্রাল হাসপাতাল সিলগালা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতি মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল হাসপাতালকে সাময়িকভাবে সিলগালা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল হাসপাতালটি সিলগালা করে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মনজুর-এ-এলাহী।

তিনি জানান, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। উম্মে হাফছা নাদিয়া বলেন,  চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যু  নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। তিনি বলেন, ওই প্রসূতির মৃত্যু স্বাভাবিক কোনো বিষয় ছিল না। উল্লেখ্য, গত শনিবার রাতে উপজেলার চুয়ারিয়াখোলা গ্রামের বাসিন্দা ও কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মুক্তা দের (৩২) সেন্ট্রাল হাসপাতালে অস্ত্রোপচার হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি।

সর্বশেষ খবর